Tuesday, October 14, 2025

নারায়ণগঞ্জের ১৯ টি হলে মুক্তি পেলো সত্যঘটনা অবলম্বনে নির্মিত ‘আমার শেষ কথা’


ছবিঃ ‘আমার শেষ কথা’র দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

আজ দেশের ১৯টি হলে মুক্তি পেয়েছে মোহাম্মদ ইসলাম পরিচালিত ছবি ‘আমার শেষ কথা’। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও কাজী জারা। সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন মোহাম্মদ ইসলাম।

ছবিটি নারায়ণগঞ্জের একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন নায়ক মানুষের পাচার এবং একপর্যায়ে নিজের স্ত্রীকেও পাচারের জটিলতার মধ্যে জীবন বদলের একটি ঘটনা। ২০২৩ সালে নির্মাণ শেষ হলেও সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩-এর ৪বি(১) উপধারার কারণে প্রদর্শনীর অনুমতি পেতে বাধা পেয়েছিল। কয়েকটি দৃশ্য পুনরায় শুট করে জমা দেওয়ার পর অবশেষে মুক্তির ছাড়পত্র মিলেছে।

ছবির কোনো ধরনের প্রচারে শিল্পীদের দেখা যায়নি। নায়ক জয় চৌধুরী জানান, প্রযোজকের অপেশাদারিত্বের কারণে প্রচার কার্যক্রম হয়নি। জয় বলেন, “শুটিং শেষ মানে পুরো কাজ শেষ নয়। পোস্টপ্রোডাকশন ভালো হলে ট্রেলার ও গান দর্শকের আগ্রহ বাড়াত। কিন্তু প্রযোজক প্রচার ও প্রোডাকশনে খরচ করতে চাননি।”

ছবিটি দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে কাজী জারার। তিনি নিজের প্রথম সিনেমার মুক্তিতে আনন্দ প্রকাশ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ফেসবুকে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “প্রথম সিনেমা মুক্তি পাওয়া যেকোনো শিল্পীর জন্য অনেক বড় বিষয়। প্রযোজক আমাকে চাইলে আমি অবশ্যই অংশগ্রহণ করতাম।”

প্রথম আলোকে মোহাম্মদ ইসলাম নায়ক-নায়িকার অভিযোগ অস্বীকার করে জানান, “অনেক পরিশ্রম করে ছবিটি বানিয়েছি। ১৯টি হলে মুক্তি পাচ্ছে, যার মধ্যে যমুনা ব্লকবাস্টারস সিনেপ্লেক্সও আছে। নায়ক-নায়িকা প্রচারে সময় দিলে দর্শকেরা আগ্রহী হতো। কিন্তু যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাইনি।”

ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান প্রমুখ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন