Tuesday, October 14, 2025

নারায়ণগঞ্জ বন্দরে জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১০


ছবিঃ সরকারি জমি বিরোধে সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরের দেউলী এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

ঘটনা সোমবার ২৪ নং ওয়ার্ডের দেউলী এলাকায় ঘটে। আহতদের মধ্যে মো. পারভেজ, মো. জোবায়ের হোসেন, নাদিম, বাছেদ চাঁন সরদার, রোমান, শিরিন বেগম, রুনা বেগম, রিনা বেগম, রুহুল আমিন ও ওমর ফারুকের নাম জানা গেছে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে নাদিমের বিরোধ চলছিল। নাদিমের ওই জমিতে একটি ঘর রয়েছে, তবে আরিফ ও বাতেনও নতুন ঘর নির্মাণ করতে চাইছিলেন।

পঞ্চায়েত কমিটির সভাপতি আবদুল বাছেদ চাঁন জানান, তিনি উভয় পক্ষকে শান্ত রাখার জন্য সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেঁটা, রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষের জেরে প্রতিপক্ষ আরিফ ও বাতেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। বিরোধের কেন্দ্রস্থল উদয়ন ক্লাব সংলগ্ন জমিটি একজন পক্ষ ব্যক্তি মালিকানাধীন দাবি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন