Tuesday, October 14, 2025

নাজিয়া হক অর্ষা: মায়ের হার, মানসিক বিরতি ও নতুন অভিনয় যাত্রা


ফাইল ছবিঃ নাজিয়া হক অর্ষা ও তার মা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

সিনেমা ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা তার মাতৃহীন জীবনের প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাত বছর ধরে অসুস্থ মায়ের যত্নের মধ্যেই শুটিং করেছেন অর্ষা। কিন্তু জুনে মায়ের মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, ফলে কাজে বিরতি নিতে বাধ্য হয়েছেন।

সাম্প্রতিক সময়ে তিনি ধারাবাহিক নাটক ‘খুশবু’-তে সেতু চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের ধাক্কা খাওয়া মেয়েদের কাহিনী তুলে ধরেছে। অর্ষা জানান, চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের প্রভাবিত করা এবং নারীর ইতিবাচক ভূমিকা প্রদর্শনই তার অভিনয়ের মূল লক্ষ্য।

সামনে সিনেমার জন্যও হাতে কিছু গল্প থাকলেও, মানসিক প্রস্তুতি ও কাজের মান ধরে রাখার জন্য তিনি ধৈর্য ধারণ করতে প্রস্তুত। দর্শককে ভালো খবর জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন নাজিয়া হক অর্ষা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন