Friday, December 5, 2025

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ৮টি দোকান


ছবিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ৮টি দোকান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু জানান, হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দোকানপাটের ভেতরে থাকা দাহ্যপদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি।

পরে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহিন জানান, দোকানগুলোতে গ্যাস সিলিন্ডারসহ জ্বালানিপদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সময়মতো পদক্ষেপে আরও বড় ক্ষতি থেকে বাজার রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “দুদিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে নতুন মাল তুলেছিলাম। দোকানের সব মালামালসহ হিসাবের খাতাও পুড়ে গেছে। কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

অন্যদিকে ব্যবসায়ী জসিম উদ্দিন দাবি করেন, “রাতে দোকানে আমার বাবা ঘুমাচ্ছিলেন। আমরা মশার কয়েল ব্যবহার করিনি। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমার সন্দেহ।”

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, “অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বাজার পরিচালনা কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি যাচাই করা হবে।”

স্থানীয়দের মতে, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন