Tuesday, October 14, 2025

নাহিদ এখন নতুন দলের নেতা, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে জুনায়েদ-রিফাত: ড. মির্জা গালিব


ছবিঃযুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম।(সংগৃহীত । আমার দেশ)

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেছেন যে, "পুলিশ উঠিয়ে নিয়ে যে নাহিদকে নির্যাতন করেছিল, সেই নাহিদ এখন নতুন রাজনৈতিক দলের নেতা।" তিনি আরও উল্লেখ করেন যে, "সাদিক কায়েম তরুণদের ইমাম" এবং "জুনায়েদ-রিফাত জুলাই তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের সঙ্গে পথ হাঁটছে।"

ড. গালিবের এই পোস্টটি দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎক্ষণিক আলোচনা তৈরি করেছে। 'পুলিশ উঠিয়ে নিয়ে নির্যাতন করা নাহিদ'-এর নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ এবং 'সাদিক কায়েম' ও 'জুনায়েদ-রিফাত'-এর তরুণদের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

এই মন্তব্যের বিস্তারিত প্রেক্ষাপট বা এর প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ড. গালিবের এই পর্যবেক্ষণ দেশের তরুণ নেতৃত্ব এবং তাদের রাজনৈতিক অভিযাত্রা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন