Friday, December 5, 2025

ম্রুণাল ঠাকুর–শ্রেয়াস আইয়ার: রেডিট পোস্টে নতুন প্রেম গুঞ্জনে সরগরম নেটদুনিয়া


ফাইল ছবিঃ শ্রেয়াস আইয়ার ও ম্রুণাল ঠাকুর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের ক্রিকেট ও বিনোদন জগতের প্রেম জটিলতা নতুন কোনো বিষয় নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গুজব, যেখানে বলা হচ্ছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার সম্পর্কের মধ্যে আছেন।

গুঞ্জনের সূত্রপাত মূলত একটি রেডিট পোস্ট থেকে। সেখানে দাবি করা হয়েছে, শ্রেয়াস ও ম্রুণাল কয়েক মাস ধরে ‘প্রাইভেট ও একান্ত’ভাবে সম্পর্ক উপভোগ করছেন। পোস্টের বক্তব্য অনুযায়ী, এই সম্পর্ক এখনো প্রাথমিক ধাপে রয়েছে এবং উভয়েই একে অপরের সঙ্গ উপভোগ করছেন।

পোস্টে আরও বলা হয়েছে, তারকাখ্যাতি এবং মিডিয়ার চাপ এড়িয়ে চলার জন্য তারা জনসমক্ষে বা ইভেন্টে একসঙ্গে প্রকাশ্যভাবে দেখা দিচ্ছেন না। মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা ব্যক্তিগত সময়েই দেখা করছেন তারা।

ভারতের ওয়ান ক্রিকেট এবং ওডিশা টিভি বিষয়টি সংবাদ হিসাবে প্রকাশ করেছে। তবে বিষয়টি সম্পূর্ণ অনলাইন জল্পনা এবং শ্রেয়াস বা ম্রুণাল কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাদের ঘনিষ্ঠজনরাও বিষয়টি নিশ্চিত করেননি। তাই আপাতত এটিকে গুজব হিসেবেই দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৩০ বছর বয়সী শ্রেয়াস আইয়ার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে হয়। এই পরিস্থিতিতেও অনলাইন জল্পনা থামেনি।

বর্তমানে অনলাইন সমালোচনা ও গুজবের ঝড়ের মধ্যে এই সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল তীব্র। তবে তারকাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি আপাতত অনিশ্চিত ও গোপনই রইল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন