Friday, December 5, 2025

কান চলচ্চিত্র উৎসবজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড


ছবিঃ জাফর পানাহি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইরানের আদালত কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি দুই বছরের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আর কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

পানাহির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কার্যকলাপে জড়িত ছিলেন। তবে ইরানি কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

বর্তমানে ফ্রান্সে বসবাসরত পানাহি তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’–এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। গতকাল নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিনি তিনটি পুরস্কার জিতেছেন। এছাড়া তিনি মরক্কোর মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেবেন।

জাফর পানাহির ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন এবং সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাঁকে দেশের বাইরে যাওয়া এবং চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত রাখা হয়। পরে তাকে ছয় বছরের জেল দেওয়া হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’ এবং ‘ট্যাক্সি’–এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিনেমা। ২০২২ সালে তিনি আবার গ্রেপ্তার হন, তবে সাত মাস পর মুক্তি পান। নতুন কারাদণ্ড প্রসঙ্গে নির্মাতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পানাহির কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক স্বীকৃতি ইরানি সরকারের সঙ্গে তার চলমান টানাপোড়েনকে আরও জটিল করে তুলেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন