- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বি শিকদারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম দু’পক্ষের বক্তব্য শুনে আয়েশার ছয় দিন এবং রাব্বির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তসংক্রান্ত কাজে সহায়তার জন্য সকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
পুলিশ জানায়, বুধবার সকালে ঝালকাঠির নলছিটির চরকয়া গ্রাম থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৫ ডিসেম্বর খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে আয়েশাকে কাজে নেন লায়লা ফিরোজ। ৮ ডিসেম্বর সকালে নিজ কর্মস্থলে থাকা আজিজুল ইসলাম স্ত্রী ও মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ না পেয়ে বাসায় ফেরেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃত এবং গুরুতর জখম অবস্থায় মেয়ে দরজার কাছে পড়ে আছে। পরে মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে একটি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ কয়েকটি মূল্যবান সামগ্রী নিয়ে বাসা থেকে বের হয়ে যান। সেই সময়ের মধ্যেই মা–মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যার মোটিভ ও চুরি হওয়া সামগ্রীর সঠিক তথ্য উদ্ঘাটনেই রিমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মামলাটি এখন ডিবিতে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।