- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
যশোরের মণিরামপুর উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় গৃহকর্তা ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। ডাকাতরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার জলকর এলাকার রোহিতা দাসপাড়ায় নির্মল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে এসে বাড়িতে হানা দেয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ডাকাতরা কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রথমে গৃহকর্তা নির্মল দাস ও তাঁর স্ত্রী সুষমা দাসকে মারধর করে। একপর্যায়ে আলমারি ভেঙে প্রায় ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং ধান বিক্রির নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায়। চিৎকার করলে পরিবারের শিশুদের হত্যার হুমকিও দেয় তারা।
নির্মল দাস জানান, হামলার সময় তিনি পালানোর চেষ্টা করলে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর স্ত্রী জানান, সাহায্যের জন্য জানালা খুলে চিৎকার করতে গেলে ডাকাতরা তাঁর মুখ চেপে ধরে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
স্থানীয়রা জানান, নির্মল দাস সম্প্রতি ধান বিক্রি করে নগদ অর্থ বাড়িতে রেখেছিলেন। ডাকাতরা বাড়ির অদূরে যানবাহন রেখে পরিকল্পিতভাবে ডাকাতি চালায় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ ও খেদাপাড়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের বাজার ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ডাকাতির ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।