Friday, December 5, 2025

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা


ফাইল ছবিঃ তানজিয়া জামান মিথিলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

থাইল্যান্ডে শুরু হয়েছে ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা, যেখানে ১২১টি দেশের সুন্দরী অংশগ্রহণ করছেন। প্রতিযোগীদের জন্য নানা ধরনের ইভেন্ট ও কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই ভোটিং শুরু হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুকুটজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ‘পিপলস চয়েস’ বিভাগে গত বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তিনি ৩ নম্বরে অবস্থান করেছিলেন। পরবর্তীতে আরও একটি ধাপ এগিয়ে তিনি ভোরে দ্বিতীয় স্থানে উঠে আসেন। ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

মিথিলা ‘পিপলস চয়েস’-এর পাশাপাশি ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) এবং ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন।

ফুকেটের ইভেন্ট শেষ করে বর্তমানে মিথিলা পাতায়ায় অবস্থান করছেন। প্রথম আলোকে তিনি জানান, “ভোটের বিষয়টি জানার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সারা শরীর কাঁপছিল। কান্না চলে আসে। দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, তা আমাকে অভিভূত করেছে। আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।”

তিনি আরও বলেন, “প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য ভোট ও বিচারকের রায়—দুই-ই দরকার। থাইল্যান্ডে আসার পর প্রতিটি ইভেন্টে আমার পারফরম্যান্স ভালো হয়েছে। দেশের মানুষের সমর্থন পেলে সবাইকে সুখবর দিতে পারব। শুধু মঙ্গলবারই ৬০ হাজারের বেশি ভোট এসেছে। এটি বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে সেরা অবস্থান।”

মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের ফেসবুক পেজে জানায়, “দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার। বাংলাদেশ অদম্য, বাংলাদেশের জন্য ভোট দিন।”

তানজিয়া জামান মিথিলা ২০২৫ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয় করেছিলেন। তিনি ২০২০ সালেও জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে করোনাভাইরাস বিধিনিষেধের কারণে সেইবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

মিথিলার অনাবিল চেষ্টা ও দেশের মানুষের সমর্থন তাকে মিস ইউনিভার্স মঞ্চে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন