Friday, December 5, 2025

জুহি চাওলার জন্মদিনে আলোচনায় তাঁর গোপন বিয়ের গল্প ও ভালোবাসার যাত্রা


ফাইল ছবিঃ জয় মেহতা ও জুহি চাওলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা আজ ৫৮ বছরে পা রেখেছেন। ১৯৯০-এর দশকে সুপারহিট সিনেমা যেমন ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ ও ‘ইশক’-এ অভিনয় করে তিনি নিজেকে দর্শকের মনে গেঁথে নিয়েছিলেন। তখনই জুহি চাওলা সিদ্ধান্ত নেন, তার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন এবং গোপনে বিয়ে করবেন। পাত্র ছিলেন ব্যবসায়ী জয় মেহতা।

জুহি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিয়ের আগে জয় আমাকে প্রতিদিন চিঠি লিখত। একবার আমার জন্মদিনে সে এক ট্রাক ভর্তি লাল গোলাপ পাঠিয়েছিল। বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলতে আমার এক বছর সময় লেগেছিল।”

জুহি ও জয় ১৯৯৫ সালে গোপনে বিয়ে করেন। তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০০১ সালে, যখন জুহি প্রথম সন্তান জাহ্নবী মেহতার জন্ম দেন। জুহি জানান, “আমি তখন ক্যারিয়ারের শীর্ষে ছিলাম। তাই বিয়ের খবর গোপন রাখার সিদ্ধান্ত নিলাম যাতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়।”

জয় মেহতার অতীতও ছিল মর্মান্তিক। জুহির সঙ্গে সম্পর্কের আগে তিনি শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লার সঙ্গে বিবাহিত ছিলেন। কিন্তু ১৯৯০ সালে ভারতীয় এয়ারলাইনসের ফ্লাইট ৬০৫ দুর্ঘটনায় সুজাতা মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পর গভীর শোকগ্রস্ত ছিলেন জয়। সেই সময়ে জুহি তাঁর পাশে দাঁড়ান, ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়।

জয় মেহতা বর্তমানে মুম্বাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটি চিনিশিল্প, সিমেন্ট, প্যাকেজিং, ফুল চাষ, ইঞ্জিনিয়ারিং ও বৈদ্যুতিক শিল্পসহ বহু খাতে ব্যবসা পরিচালনা করে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় ২.১ বিলিয়ন ডলার। জয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেরও সহমালিক।

জুহি ও জয়ের বিলাসবহুল জীবনযাত্রা বলিউড-ব্যবসায়ের সমন্বয়কে প্রতিফলিত করে। মুম্বাইয়ে তাদের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাসভবন আরব সাগরের দৃশ্য উপভোগের সুযোগ দেয়। এছাড়াও, গুজরাটে তাদের পৈতৃক বাড়ি রয়েছে। তাদের গাড়ি ও সম্পত্তির সংগ্রহও নজরকাড়া।

জুহি চাওলা ও জয় মেহতার প্রেম ও পারিবারিক জীবন বলিউডের গোপন রোমান্স ও ব্যবসায়িক ক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন