- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
মিস ইউনিভার্স ৭৪তম আসরের চূড়ান্ত ফল ঘোষণার মাত্র তিন দিন আগে দুই বিচারক তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তাঁদের একজন অভিযোগ করেছেন, প্রতিযোগিতার নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ। খবর দিয়েছে বিবিসি।
প্রতিযোগিতাটি থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী শুক্রবার চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবে। মঙ্গলবার লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরিবোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লিখেছেন, প্রতিযোগিতা শুরুর আগ থেকেই একটি ‘অনানুষ্ঠানিক জুরি দল’ ফাইনালিস্ট বেছে নিয়েছে।
হারফুশ লিখেছেন, “১৩৬ দেশের প্রতিযোগীর মধ্যে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরি গঠন করা হয়েছে। এ দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আসল আট সদস্যের জুরির কেউ উপস্থিত ছিলেন না, আমিও ছিলাম না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে হতবাক হয়েছি।” তিনি আরও দাবি করেন, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
হারফুশের অভিযোগের পর কিছু ঘণ্টার মধ্যে ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে দায়িত্ব থেকে সরে যান। তবে তিনি পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ হারফুশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, কোনো বাইরের দলকে ফাইনালিস্ট বাছাই বা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়নি। সংগঠনের বক্তব্য অনুযায়ী, হারফুশ হয়তো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে একটি আলাদা কর্মসূচিকে অনানুষ্ঠানিক জুরি ভেবে ভুল বোঝেছেন। এটি মূল প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ আলাদা এবং এর নিজস্ব নির্বাচন কমিটি রয়েছে।
গত মাসের শুরুতেই প্রতিযোগিতা সংক্রান্ত একটি বিতর্কও ঘটে। থাইল্যান্ডের আয়োজক কমিটির পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রকাশ্যে প্রশ্ন করেন, কেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক কনটেন্ট পোস্ট করছেন না। ঘটনার ভিডিও ভাইরাল হলে দেখা যায়, বোশসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে নাওয়াত দাবি করেন, তাঁর কথার কিছু অংশ ভুল বোঝা হয়েছে।