- ১৩ অক্টোবর, ২০২৫
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বনবিভাগ কার্যালয় সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মেহেরপুর গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মো. আকমল হোসেন (২০)। আগামী বৃহস্পতিবার আকমলের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। মাহফুজ গহরপুর গ্রামের বাসিন্দা এবং আকমল শেখপাড়া গ্রামের মাবু মিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী মাহফুজুর রহমান তার অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন, অন্যদিকে আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু'জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী আকমলের অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।
জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (ইন্টারনেট হতে সংগৃহীত)