- ১৩ অক্টোবর, ২০২৫
তেহরান, ২৪ জুন ২০২৫ (BBC / PNN): ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন (IRINN) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ‘সফল হামলার’ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছেন। এই দাবি আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (IRGC) এক বিবৃতির ভিত্তিতে, যা রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
চ্যানেলটি জানায়, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর পরিস্থিতি বদলে যায় এবং যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়। সংবাদ উপস্থাপক জাতীয় টেলিভিশনে বিবৃতিটি পড়ে শোনান, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়—ইরানের সামরিক শক্তির সামনে মার্কিন প্রশাসন আলোচনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সদস্যদের সাহসিকতা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়। একইসাথে, ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক মহলে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন—এমন বক্তব্য যুদ্ধের পাশাপাশি প্রচারযুদ্ধেও ইরান এগিয়ে থাকার কৌশল হিসেবে বিবেচিত হতে পারে।
ফাইল ছবি: ডোনাল্ড ট্রাম্প