- ২১ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর নৃশংসভাবে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে খেলাফত ছাত্র মজলিস।
শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে এক নিরপরাধ মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের মতো নৃশংস ঘটনা চরম অমানবিক এবং পুরো জাতিকে লজ্জিত করেছে। তারা এই জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য গভীর উদ্বেগের কারণ। এই ধরনের অপরাধ দমনে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময়সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।