- ১৩ অক্টোবর, ২০২৫
গত বছরের শেষে মাদককাণ্ডে নাম জড়ানোর পর হঠাৎ করেই আড়ালে চলে যান জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। প্রায় আট মাস নীরব থাকার পর অবশেষে এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি।
সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা বলেন, সংবাদটি প্রকাশিত হওয়ার পর তিনি একেবারে হতবাক হয়ে যান। তাঁর ভাষায়, “নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা! এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এর ফলে আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারজন মেয়েকে নিয়ে নিউজ করল, একটিবারও ভাবল না আমাদের জীবনের কী হবে?”
সাফার অভিযোগ, প্রমাণ ছাড়াই এমন খবর প্রচার হওয়ায় তাঁর ক্যারিয়ারে মারাত্মক প্রভাব পড়ে। কাজের সুযোগ হাতছাড়া হয়, ব্র্যান্ড চুক্তি বাতিল হয়, এমনকি অনেক সিনিয়র শিল্পীও তাঁর সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, “রবিবার আমার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সংবাদ প্রকাশের পর সেটি বাতিল করে দেওয়া হয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রমাণ করার কিছু ছিল না।”
এ সময়ের মানসিক চাপের কথাও শেয়ার করেন সাফা। তবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শোবিজের কিছু সহকর্মীর প্রতি। তাঁর ভাষায়, “তৌসিফ মাহবুব তখনই বলেছিল আমার সঙ্গে কাজ করবে। জোভান, সিয়াম—তাঁরা সবাই মানসিকভাবে পাশে ছিল। এ জন্যই কঠিন সময়টা পার করতে পেরেছি।”
সাফা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হুজুগে তথ্য ছড়ানো বিপজ্জনক। তিনি বলেন, “আমরা না ভেবে অনেক কিছু করি, কিন্তু সেটা কারও জীবন ও পরিবারে কী প্রভাব ফেলবে তা ভাবি না। মিডিয়াকে মানুষ এমনিতেই ভালো চোখে দেখে না, এই ধরনের খবর সেই ধারণাকে আরও খারাপ করে দেয়।”
অভিনেত্রীর মতে, মিডিয়ার মানুষদের নিয়ে অযাচিত নেতিবাচক খবর প্রচার বন্ধ হওয়া জরুরি, নইলে এর প্রভাব শুধু শিল্পীদের নয়, পুরো শিল্প অঙ্গনের ওপরেই পড়ে।