- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | মাদারীপুর:
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা কুন্ডুবাড়ি এলাকায় অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা দিলে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহণের একটি বাস দ্রুতগতিতে কুন্ডুবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে একটি অটোভ্যান উঠে আসে। ভ্যানটিকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে বাসটি সজোরে ধাক্কা খায়। ধাক্কার প্রভাবে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে পড়ে এবং ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আটকে যান।
এ ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আটকে পড়া সুপারভাইজারসহ আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় সড়ক পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদার জানান, দ্রুত সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করায় আরও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।