Monday, January 19, 2026

লালগালিচায় একসঙ্গে টিমোথি শ্যালামে–কাইলি জেনার


ছবিঃ প্রিমিয়ারের শ্যালামে ও কাইলি জেনার। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পরিসরে সম্পর্ক চালিয়ে এলেও এবার প্রকাশ্যেই আলোচনার কেন্দ্রে হলিউড তারকা টিমোথি শ্যালামে ও উদ্যোক্তা–রিয়েলিটি তারকা কাইলি জেনার। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সিনেমা ‘মার্টি সুপ্রিম’–এর প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়ে আবারও নিজেদের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করলেন এই আলোচিত যুগল।

৮ ডিসেম্বর আয়োজিত প্রিমিয়ারে এটি ছিল তাঁদের দ্বিতীয়বারের মতো যৌথ লালগালিচা উপস্থিতি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকলেও শ্যালামের বিপরীতে অভিনয় করেননি কাইলি জেনার। তবু যুগল হিসেবে তাঁদের উপস্থিতিই যেন পুরো আয়োজনের দৃষ্টি কেড়ে নেয়। বিশেষ করে দুজনের পরা উজ্জ্বল কমলা রঙের মিল রাখা পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক কয়েক মাসে কাজের চাপের কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। শ্যালামে ইউরোপে ব্যস্ত ছিলেন ‘ডিউন–৩’ সিনেমার শুটিংয়ে, আর যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসা ও পারিবারিক কাজে মনোযোগী ছিলেন কাইলি। তবে শুটিং থেকে বিরতি নিয়ে শ্যালামে যুক্তরাষ্ট্রে ফিরে প্রেমিকার সঙ্গে থ্যাংকসগিভিং ডে উদ্‌যাপন করেন এবং পরে অংশ নেন নিজের সিনেমার প্রিমিয়ারেও।

২০২৩ সাল থেকে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা সময় নানা গুঞ্জন শোনা গেলেও প্রিমিয়ারের রাতে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো সব বিচ্ছেদের জল্পনার অবসান ঘটিয়েছে। কাছের মানুষদের ভাষ্য অনুযায়ী, শ্যালামে ও জেনার আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে স্বচ্ছন্দ এবং সুখী; তবে এই মুহূর্তে বিয়ের মতো কোনো বড় সিদ্ধান্ত তাঁদের ভাবনায় নেই।

জশ সাফডি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। শ্যালামের এই নতুন কাজ ঘিরেও দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন আড়ালে রাখার চেষ্টা করলেও এই প্রিমিয়ার রাতেই স্পষ্ট—টিমোথি শ্যালামে ও কাইলি জেনার এখনো একে অপরের সঙ্গেই আছেন, আর তা প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন