- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার অবশেষে কিছুটা উন্নতি হয়েছে। টানা ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৬ ডিসেম্বর তাঁকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার তাঁকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন জানান, কয়েক দিন ধরেই তিনু করিমের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চার দিন আগে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি সবার কাছে অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
বেসরকারি হাসপাতালে দীর্ঘমেয়াদি ও জটিল চিকিৎসার কারণে তিনু করিমের পরিবার আর্থিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ থেকে এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঁচ লাখ টাকার সহায়তা পেয়েছেন তারা। তবে চিকিৎসা ব্যয় এখনও পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। পরিবার জানিয়েছে, চলমান চিকিৎসা চালিয়ে নিতে আরও অর্থের প্রয়োজন।
গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলে ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিছুদিন অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হলেও পরবর্তীতে রক্তচাপ ও সুগার লেভেল কমে যাওয়ায় তিনি আবার জ্ঞান হারান। পরিস্থিতির অবনতি হলে ৩ ডিসেম্বর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় তিনু করিম। ২০০১ সালে টেলিভিশন নাটক ‘সাক্ষর’-এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
বর্তমানে তাঁর সুস্থতার খবরে সহকর্মী ও দর্শকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সবাই আশাবাদী, দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন এই জনপ্রিয় অভিনেতা।