Tuesday, October 14, 2025

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার


ছবি: ছয় বছরের শিশু (সংগৃহীত)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের শিশু তাসিনকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সৎবাবা মুরাদ হোসেনের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার একটি পুকুর থেকে স্থানীয় এক পথচারী শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

ভুক্তভোগী তাসিন লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাজার থেকে ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়।

শিশু তাসিন জানায়, প্রায় ৬-৭ মাস আগে তার মা ববিতা বেগমের সঙ্গে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার মুরাদ হোসেনের বিয়ে হয়। শনিবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাইকেলে তাকে সারাদিন ঘুরিয়ে রাত ৯টার দিকে পুকুরে ফেলে চলে যান মুরাদ। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করেন।

স্থানীয় মহব্বত আলী, স্বপন চন্দ্র ও মিঠু মিয়া জানান, সঙ্গে সঙ্গে দেখতে না পেলে শিশুটিকে বাঁচানো যেত না। এ ধরনের নৃশংস ঘটনার কঠিন শাস্তি হওয়া উচিত।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে সৎবাবা মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা, ভাই ও নানিসহ পরিবারের সদস্যরা থানায় উপস্থিত ছিলেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন