Tuesday, October 14, 2025

'কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করবে না' - সালাহউদ্দিন আহমদ


ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাঁর দল কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে মাথা নত করবে না। তিনি জোর দিয়ে বলেন, ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায় না এবং রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। দেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ সংবিধান পরিবর্তনের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে বলেন, কোনো আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে বদল করার অধিকার কারও নেই। তিনি সতর্ক করে দেন যে এমনটা হলে ভবিষ্যতে বারবার সংবিধান বদলের দাবি উঠবে।

সংখ্যানুপাতিক-পদ্ধতি (পিআর) নিয়ে সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তোলেন, 'বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ যে পিআর পদ্ধতি বোঝেই না সেই পদ্ধতি কি আমরা চাইতে পারি?' তিনি বলেন, এসব কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়। তিনি জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হীন রাজনৈতিক উদ্দেশ্য পোষণকারীদের সঠিক রাস্তায় ফিরে আসার আহ্বান জানান।

নির্বাচন বানচালের চেষ্টার বিষয়ে সন্দেহ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে অস্থিরতা সৃষ্টি বা বিলম্বিত করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে মনে হয়। তিনি হুঁশিয়ারি দেন যে নির্বাচন বিলম্বিত হলে দেশে 'ফ্যাসিবাদের উৎপাত' আবার ঘটবে।

জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়ার কথা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়িত হচ্ছে। তবে সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন। সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন