- ১৩ অক্টোবর, ২০২৫
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লিভ টুগেদার বা একত্রবাসের বিরোধিতা জানিয়েছেন। তিনি মনে করেন, এই ধরনের সম্পর্ক নারীদের জন্য নিরাপদ নয়। কঙ্গনা বলেন, ‘বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরুষরা নারীদের গর্ভবতী করতে পারে, আর একত্রবাসে আইন থাকলেও নারীরা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েন।’
তিনি আরো উল্লেখ করেছেন, লিভ টুগেদার সম্পর্কের সময় যদি নারী অন্তঃসত্ত্বা হন, সঠিক সহায়তা ও দেখভাল পান না। কঙ্গনার মতে, নারীরাই এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, কারণ পুরুষরা সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে। তিনি লিভ টুগেদার বিষয়ে সতর্ক করেছেন এবং নারীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।