Tuesday, October 14, 2025

কক্সবাজারে এনসিপি নেতাদের অবস্থান, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব উড়িয়ে দিলেন মুখ্য সমন্বয়ক


ছবিঃ এনসিপি ও পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব (সংগৃহীত)

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন। একই হোটেলে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস—এমন খবরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে, এনসিপি নেতারা তার সঙ্গে বৈঠকে বসেছেন। তবে এ গুঞ্জনকে ‘সম্পূর্ণ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদপোর্টালে দাবি ওঠে যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠকে’ মিলিত হয়েছেন।

তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন,

“এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে এসেছিলাম। হোটেলে চেক-ইন করার পরই এমন একটি খবর চোখে পড়ল, যা সত্য নয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের ভিত্তিহীন গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। আমরা এখন যে সময়টা কাটাচ্ছি, তা দলীয় কার্যক্রমের অংশ নয়—সম্পূর্ণ ব্যক্তিগত সময়।”

এনসিপি সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরে থাকা নেতাদের মধ্যে রয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদকসহ পাঁচজন কেন্দ্রীয় নেতা। যদিও দলীয় কোনো সভা বা কর্মসূচির ঘোষণা কক্সবাজারে ছিল না।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কক্সবাজার সফর নিয়েও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ ও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এমন সংবেদনশীল সময়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন