- ১৩ অক্টোবর, ২০২৫
শাকিল আহমেদ, PNN খুলনা প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন রূপান্তর খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ রক্ষা, সুন্দরবনের সংকট এবং প্লাস্টিক দূষণ নিয়ে গুরুত্ববহ আলোচনা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল কবির, নির্বাহী পরিচালক, সুন্দরবন একাডেমি; জনাব এনামুল হক, আহ্বায়ক, খুলনা প্রেস ক্লাব; এস এম ইকবাল হাসান তুহিন, সদস্য সচিব, নাগরিক ফোরাম, খুলনা; মোল্যা মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়; সুভাষীস ভট্টাচার্য, প্রকল্প সমন্বয়কারী, ইকো-সুন্দরবন প্রকল্প ও রূপান্তর শিল্পী গোষ্ঠী ।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, সুন্দরবনের পরিবেশ বিপর্যয় এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের উপকূলীয় অঞ্চল ভয়াবহ ঝুঁকিতে পড়বে। অধ্যাপক আনোয়ারুল কবিরের নেতৃত্বে উপস্থিত অতিথিদের মধ্যে একটি মুক্ত আলোচনার মাধ্যমে গঠনমূলক প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রূপান্তর শিল্পী গোষ্ঠী পরিবেশ, উপকূল ও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে পটগান পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেয়।