Tuesday, October 14, 2025

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা


ফাইল ছবিঃ শামীম হোসেন (সংগৃহীত)

খুলনা: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা শামীম হোসেন (৩৩)কে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে এবং সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামীম দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় কীটনাশকের ব্যবসা পরিচালনা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হচ্ছে।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয় এবং পরিবারের পক্ষ থেকে এখনও এজাহার দায়ের করা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন