Tuesday, October 14, 2025

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, সংঘর্ষে উত্তপ্ত ফেরিঘাট এলাকা


ছবিঃ খুলনার ফেরঘাট এলাকায় গণ অধিকার পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে

PNN নিউজ ডেস্ক | খুলনা:

মোঃ ইয়াসির আজিজ


খুলনার ফেরিঘাট এলাকায় গতকাল শনিবার বিকেল ৪টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি  নুরুল হকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা খুলনায় জাতীয় পার্টির প্রধান সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

গণ অধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।সবাই ইসলামিয়া ব্যাংক হাসপাতাল,সদর হাসপাতাল,২৫০ বেড হাসপাতাল এ ভর্তি আসে এবং তাদের মধ্যে এক জন নেতা গুরুত্বর আহত হয়ে ইসলামিয়া ব্যাংক হাসপাতাল এ ভর্তি আছেন। 

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, শনিবার সারাদিন তাঁরা অফিসে অবস্থান করছিলেন। আসরের নামাজের আগে কয়েকজন মসজিদে নামাজ পড়তে গেলে হঠাৎ গণ অধিকার পরিষদের ৫০-৬০ জনের একটি মিছিল তাদের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।

তিনি জানান, পরিস্থিতি বুঝে দ্রুত কার্যালয় তালাবদ্ধ করা হয়। এরপর বিক্ষোভকারীরা গেট ভাঙার চেষ্টা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে একটি গেট ভেঙে ফেলা হলেও অন্যটি ভাঙতে পারেনি। তবে অফিসের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পরে আন্দোলনকারীরা ফেরিগাট মোড় বন্ধ করে রাখে এবং ৭টার সংবাদ সম্মেলনের পর তারা যাতায়াত বাবস্থা আবার চালু করে দেয়। তাদের দাবি না মানলে কাল আবার আন্দোলন হবে বলে জানান গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা।  

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিলসহ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। তবে বর্তমানে পুরো এলাকা শান্ত রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন