- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনার ৫নং ঘাট বস্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় ধারালো সরঞ্জাম, নিষিদ্ধ দ্রব্য এবং বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অভিযানে অংশ নেন। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল।
জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, নিষিদ্ধ দ্রব্য ও বিস্ফোরক সদৃশ বস্তুগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ বস্তি এলাকায় ঘন ঘন এ ধরনের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।