Friday, December 5, 2025

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা আর নেই


প্রতিবেদন: PNN ডেস্ক | ২১ জুন ২০২৫, খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ মামুন রেজা আর আমাদের মাঝে নেই। শুক্রবার (২০ জুন ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নিজের অফিসে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি।

অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাত আনুমানিক ১০টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মামুন রেজা ছিলেন খুলনা অঞ্চলের একজন খ্যাতিমান ও দায়িত্বশীল সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পেশাগত দক্ষতা এবং মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে এসেছেন। খুলনা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ছিলেন সক্রিয়।

তাঁর মৃত্যুতে খুলনা সহ দেশের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা স্মরণ করছেন এই নির্ভীক সাংবাদিককে, যার জীবন ছিল সত্য ও ন্যায়ের অনুসন্ধানে নিবেদিত।

PNN পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন