- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স নতুন সাজে সেজেছে। ঘাস কেটে পরিচর্যা করা মাঠে আয়োজনের জন্য ব্যানার ও ফেস্টুন উড়ছে, আর অংশগ্রহণকারী দলগুলো উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছে। আজ সকাল সাড়ে আটটায় কমপ্লেক্সে ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও আটবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন এমন পরিচিত মুখ বিপ্লব ভট্টাচার্য নানা রঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, জাতীয় দলের সাবেক ফুটবলাররা দস্তগীর হোসেন নীরা ও শেখ জাহাঙ্গীর হোসেন, এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “খেলাধুলা শরীর-মন ভালো রাখে। তরুণদেরও খেলাধুলায় সম্পৃক্ত হওয়া উচিত।” খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনিসুর রহমান যোগ করেন, “খেলায় জয়–পরাজয় থাকবেই, সেটি মেনে নিয়েই খেলাকে উপভোগ করতে হবে।”
বিপ্লব ভট্টাচার্য নারী ফুটবল প্রসঙ্গে বলেন, “প্রথম আলো এই আয়োজন তৃতীয় বছরে পা দিয়েছে। ভবিষ্যতে মেয়েদের জন্যও বিশ্ববিদ্যালয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের আশা করছি। মেয়েরা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুব ভালো খেলছে, এশিয়ান কাপ ও বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে। তাই তাদের জন্যও আলাদা টুর্নামেন্ট থাকা প্রয়োজন।”
আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩-০ গোলে জয়লাভ করে, যেখানে ম্যাচসেরা হন আবু রায়হান, যিনি দুটি গোল করেন।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বেলা সওয়া দুইটায় এই দুই জয়ী দল খুলনা অঞ্চলের ফাইনালে মুখোমুখি হবে।