- ০৫ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের সর্বোচ্চ পুলিশ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁকে দেখেন। রাত ৯টার কিছু আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়া টানা ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাকে “সংকটাপন্ন” বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি মেডিকেল বোর্ডের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন। লিভার সিরোসিস, হৃদ্রোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ দীর্ঘদিনের নানা অসুস্থতার কারণে তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। গত রোববার ভোরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমিরের সহায়তায় একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লন্ডনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলে দ্রুতই যাত্রার তারিখ ঘোষণা করা হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা–কর্মী ও সাধারণ মানুষের ভিড় অব্যাহত রয়েছে। এতে ওই এলাকায় স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ জানিয়েছেন, কেউ যেন হাসপাতালে ভিড় না করেন।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। হাসপাতালের পরিবেশ শান্ত রাখা প্রয়োজন। সবাইকে অনুরোধ করছি, বাড়ি থেকে দোয়া করুন।”
আইজিপি ও ডিএমপি কমিশনারের রাতের সফরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট পেতে দেশজুড়ে সাধারণ মানুষের আগ্রহ ও উদ্বেগ বাড়তেই রয়েছে।