Tuesday, October 14, 2025

জয়দেবপুরে সাতজন হত্যার মামলায় সাবেক আইজিপি জাবেদসহ পাঁচ আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি


ছবি (সংগৃহীত)

২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে সাতজনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে মাদ্রাসাপড়ুয়া সাতজন ছাত্রকে প্রথমে গুম করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরের একটি বাড়িতে তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। জঙ্গি অভিযোগ দেখিয়ে ওই সাতজনকে হত্যা করা হয়।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল আগামী ১৫ অক্টোবরের দিন নির্ধারণ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন