Tuesday, October 14, 2025

'জুলাই সনদ'-এর খসড়া প্রস্তুত: স্বাধীন পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য


ছবি: (সংগৃহীত)

পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পুলিশি সেবা জনবান্ধব করার লক্ষ্যে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠিত হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন—এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার ১৯তম দিন ছিল গতকাল রোববার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল থেকে রাত প্রায় আটটা পর্যন্ত টানা এই আলোচনা চলে। মাঝে একাধিকবার বিরতিও নেওয়া হয়।

এদিনের আলোচনায় সংরক্ষিত নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে কমিশন একটি নতুন প্রস্তাব দেয়। পাশাপাশি সংবিধানের মূলনীতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তবে এই দুটি বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আলোচনার ভিত্তিতে একটি ‘জুলাই সনদ’ খসড়া তৈরি করা হয়েছে। আজ সোমবারের মধ্যেই এই খসড়া অংশগ্রহণকারী দলগুলোর কাছে পাঠানো হবে। আলোচনার শেষে একটি নির্দিষ্ট দিনে এই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

আলী রীয়াজ বলেন, “সনদের বিষয়ে যদি বড় ধরনের মৌলিক আপত্তি উঠে, তাহলে তা আলোচনায় আনা হবে। দলগুলোর পক্ষ থেকে দেওয়া মতামত সন্নিবেশিত করে প্রাথমিক সনদের ভূমিকা ও প্রতিশ্রুতির জায়গাগুলো সংযুক্ত থাকবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঐকমত্য দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন