Tuesday, October 14, 2025

জুলাই শহীদ পরিবারগুলোর জন্য মিরপুরে ফ্ল্যাট প্রকল্প, সম্পূর্ণ সরকারি অর্থায়নে পুনর্বাসনের উদ্যোগ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী ‘জুলাই শহীদ’ পরিবারের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বিশাল আবাসিক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ‘৩৬ জুলাই’ শীর্ষক এ প্রকল্পের আওতায় নির্মিত হবে ৮০৪টি আধুনিক ফ্ল্যাট, যেগুলো শহীদ পরিবারের সদস্যদেরকে বিনামূল্যে দেওয়া হবে।সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি টাকা।


সম্প্রতি প্রকল্পটির প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে ২০২৫ সালের জুলাই মাসে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়ে ২০২৯ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।প্রকল্প সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে, মিরপুর পুলিশ লাইন্সের পাশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৩০৭.৩৪ কাঠা জমিতে এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


এখানে ছয়টি ১৪তলা ও ১২টি ১০তলা ভবনে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে, প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ১,৩৫৫ বর্গফুট।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ছাত্রদের পরিবারের জন্য নিরাপদ, সম্মানজনক ও টেকসই আবাসনের সুযোগ তৈরিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতিটি ফ্ল্যাটে থাকবে আধুনিক নাগরিক সুবিধা, এবং এর বাজারমূল্য হবে প্রায় ৯৪ লাখ ৭৪ হাজার টাকা। তবে শহীদ পরিবারগুলো এসব ফ্ল্যাট সম্পূর্ণ বিনামূল্যে পাবে।জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ শুধু শহীদ পরিবারগুলোর আবাসন সংকট দূর করবে না, একইসঙ্গে তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে কাজ করবে।


এই প্রকল্পকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে একটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি শহীদ পরিবারগুলোর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।


'জুলাই বিপ্লব' স্মরণে দেয়ালচিত্র—নবজাগরণের প্রতীক

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন