Tuesday, October 14, 2025

“জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনই ছিল জুলাই অভ্যুত্থান”: নাহিদ ইসলাম


ছবিঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই গণ–অভ্যুত্থানে বিদেশি শক্তির কোনো ভূমিকা ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্দোলন ছিল জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এবং দীর্ঘদিনের গণঅধিকার হরণের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ।

নাহিদ বলেন, “এখানে ষড়যন্ত্রের কিছু নেই। আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। তাই জনগণ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিল।”

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ফলে অপরাধ শুধু ব্যক্তিগত নয়, দলীয়ভাবেও সংঘটিত হয়েছে। তাই দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, বাধ্য হয়ে যাননি।”

এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্পৃক্ততার প্রমাণ আদালতে আসছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দলকে বিচারের আওতায় আনার বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি, তবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে এ বিষয়ে ভাবনা চলছে।

এর আগে, একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। মামুন দোষ স্বীকার করে ইতিমধ্যেই রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন