- ১৩ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে শুরু হয়েছে। সকাল যেতেই শিক্ষার্থীরা ভোট দিতে উপস্থিত হতে শুরু করেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিচ্ছেন। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন। তাই বিজয়-পরাজয় যাই হোক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বড় জয় হিসেবে দেখছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১৬,৬৬৫ জন। নির্বাচনে কেন্দ্রীয় জকসুর ২১টি পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী রয়েছেন। মোট ৩৪টি পদে ১৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে অংশ নিচ্ছেন। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে।