Tuesday, October 14, 2025

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি নেতারা


ছবিঃ দুবাইগামী ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন দেশের পাঁচ শীর্ষ নেতা। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে যাচ্ছেন। (সংগৃহীত)

আকরাম হোসেন | ঢাকা:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে তিনি যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কমিটি ফর পলিটিকস (এনসিপি)-এর নেতারাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া তালিকায় আরও যুক্ত হয়েছেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় সমান সংখ্যক প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করা হয়। তবে ভিসা প্রক্রিয়া স্বল্প সময়ে সম্পন্ন করা কঠিন হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা রয়েছে, তাদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করা হয়। ডা. তাহের জানান, ড. নকিবুর রহমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি দলে যোগ দেবেন। অন্যদিকে এনসিপি নেতা ডা. তাসনিম জারা রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

অতীতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সরকার প্রধানের প্রতিনিধি দলে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা অংশ নিতেন। কিন্তু এবারই প্রথমবারের মতো ক্ষমতায় নেই— এমন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে যুক্ত হচ্ছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। তিনি ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন