Tuesday, October 14, 2025

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্ব: রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ


রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছে। এই পর্বে সেসব সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, যা প্রথম পর্বে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দু'দিনের বিরতির পর বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।


দ্বিতীয় পর্বের গত পাঁচ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৯টি বিষয়ে আলোচনা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।



এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন মোট ২০টি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি নিয়েছে। আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করে প্রয়োজনে আরও নতুন বিষয় যুক্ত করতে চায় কমিশন। এছাড়া, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ (National Charter) তৈরি করার লক্ষ্য রয়েছে কমিশনের।


এদিনের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জাসদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণফোরামসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের নেতৃত্বে বৈঠকে কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।


দুইদিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে জাতীয় ঐকমত কমিশনের বৈঠক 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন