Tuesday, October 14, 2025

জাতীয় ঐকমত্য সনদ চূড়ান্তে শেষ পর্যায়ে সংলাপ: ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত রূপরেখা প্রকাশের প্রস্তুতি


ছবি: ড. আলী রিয়াজ (সংগৃহীত)

জাতীয় ঐকমত্য সনদের খসড়া ইতোমধ্যেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপের দ্বিতীয় ধাপ শেষ করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সনদের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবেআজ (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপের ২১তম দিনে সূচনা বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

ড. আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র কাঠামোর ২০টি মৌলিক সংস্কারের মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে একমত প্রতিষ্ঠিত হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে 'নোট অব ডিসেন্ট' রয়েছে। বাকি প্রস্তাবগুলো নিয়েও আংশিক ঐকমত্য তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, “সংলাপের দ্বিতীয় ধাপ শেষে আগামীকাল (৩০ জুলাই) দুপুরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে চূড়ান্ত মতামত জানাতে হবে। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে সব ঐকমত্যকে সনদের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।”

বেশ কয়েকটি দলের পক্ষ থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, “প্রত্যেক দলের নিজস্ব বক্তব্যকে সম্মান জানিয়ে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করে সামনে আনা হচ্ছে।”

জাতীয় ঐকমত্য কমিশন বলছে, ৩১ জুলাইয়ের মধ্যেই দ্বিতীয় ধাপের আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেগুলো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন