Tuesday, October 14, 2025

জাতীয় নাগরিক পার্টির পথসভায় নাহিদ ইসলাম: "তরুণদের নেতৃত্বেই গঠিত হবে নতুন বাংলাদেশ"


ছবি: এমসিপি নেতা নাইদ ইসলাম (সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "বাংলাদেশে পূর্বে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন তরুণরা। তাদের ওপর ভরসা রেখেই জনগণ রাস্তায় নেমেছিল। এবারও আমরা সেই তরুণদের ওপর আস্থা রেখে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।"

শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। দেশব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি ভিন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে। আমরা ৫৪ বছরের দুর্নীতিপরায়ণ ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে চাই। এমন একটি রাষ্ট্র গড়ব, যেখানে প্রতিটি নাগরিক নাগরিক সুবিধা ও মর্যাদা পাবে।"

তিনি অভিযোগ করে বলেন, "কিশোরগঞ্জের মানুষ একজন রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পায়নি। এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শেখ হাসিনার হাতে দেশ তুলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। এই কিশোরগঞ্জ থেকেই সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল, এবং আজও এখান থেকেই নতুন প্রতিরোধ গড়ে তোলা হবে।"

নাহিদ ইসলাম আরও বলেন, "আমরা বিশ্বাস করি তরুণরাই দেশের চালিকাশক্তি। যদি এই তারুণ্যের শক্তিকে কাজে না লাগানো যায়, তবে বাংলাদেশ আর কখনোই গড়ে তোলা যাবে না। কিশোরগঞ্জকে আমরা এনসিপির শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই।"

তিনি জানান, নতুন সংবিধান, ন্যায়বিচার এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে এনসিপি রাজপথে রয়েছে। "স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিশোরগঞ্জে অনেক মামলার আসামি এখনো গ্রেপ্তার হয়নি। শহিদ পরিবার ও আহতদের এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা জানতে চাই—এসব সন্ত্রাসীদের কে আশ্রয় দিচ্ছে, এবং তাদের বিরুদ্ধেও গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।"

পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন