- ১৩ অক্টোবর, ২০২৫
চীন ও রাশিয়া জাপান সাগরে তিন দিনব্যাপী যৌথ নৌ-মহড়া শুরু করেছে। রবিবার (৩ আগস্ট) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘জয়েন্ট সি-২০২৫’ নামে এই মহড়া রুশ বন্দর ভ্লাদিভোস্তকের কাছাকাছি এলাকায় শুরু হয়েছে।
এই মহড়ার আওতায় সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সামুদ্রিক লড়াইয়ের বিভিন্ন অনুশীলন পরিচালিত হচ্ছে। মহড়ায় অংশ নিচ্ছে চীনের চারটি জাহাজ, যার মধ্যে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘শাওসিং’ ও ‘উরুমচি’। রাশিয়ার বিভিন্ন জাহাজও এই মহড়ায় অংশ নিয়েছে।
মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকাগুলোতেও দুই দেশের নৌবাহিনী যৌথ টহল দিবে বলে জানানো হয়েছে।
চীন ও রাশিয়া ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এই ‘জয়েন্ট সি’ মহড়া পরিচালনা করে আসছে। গত বছর মহড়াটি চীনের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছরের মহড়া জাপান সাগরে হওয়ায় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে চীন-রাশিয়ার এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে “গুরুতর নিরাপত্তা হুমকি” হিসেবে উল্লেখ করেছে।
তবে রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, এই মহড়া প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, এই মহড়ার উদ্দেশ্য হলো চীন ও রাশিয়ার মধ্যকার "সম্পূর্ণ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা।"
চীন ও রাশিয়ার এই সামরিক সহযোগিতা এমন সময় জোরদার হচ্ছে যখন দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবকে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধ কার্যকর হলে চীন রাশিয়ার জন্য একটি অর্থনৈতিক সহায়কের ভূমিকায় উঠে আসে।