Tuesday, October 14, 2025

গাজায় খাদ্যাভাব ও সহিংসতায় আরও মৃত্যু, আল-আকসা মসজিদে উসকানিমূলক মিছিলের তীব্র নিন্দা ফিলিস্তিন প্রেসিডেন্টের


ছবিঃ বিতর্কিত GHF ত্রাণকেন্দ্রে খাদ্যের খোঁজে গিয়ে গুলিতে নিহত ফিলিস্তিনি শিশু, পরিবারের জবাবদিহির দাবি (সংগৃহীত । আল জাজিরা)

অবরুদ্ধ গাজা উপত্যকায় জোরপূর্বক অনাহার ও অপুষ্টিতে আরও ছয় ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে, যার মধ্যে ৯৩ জনই শিশু।

এছাড়া আজ রবিবার ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই খাদ্য সহায়তা সংগ্রহে আসা সাধারণ মানুষ বলে নিশ্চিত করেছে চিকিৎসা সূত্রগুলো।

এদিকে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি চরম ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে ইসরায়েলি বসতকারীদের মিছিল ও উসকানিমূলক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ।

তিনি বলেন, “এটি সকল রেড লাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন প্রশাসনের উচিত তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করা—চরমপন্থী বসতকারীদের অপরাধ এবং উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা, গাজায় চলমান যুদ্ধ থামানো এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা।”

উল্লেখ্য, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বেন-গভির পূর্ব জেরুজালেমে একটি মিছিলের নেতৃত্ব দেন। পরে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি পুরো গাজা দখল এবং সেখানে ইসরায়েলি সার্বভৌমত্ব ঘোষণা করার আহ্বান জানান।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ওপর চাপ বাড়ছে যাতে তারা অবিলম্বে হস্তক্ষেপ করে মানবিক বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ নেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন