- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল সংশোধিত আরপিও (রাজনৈতিক দল নিবন্ধন ও প্রক্রিয়া) বহাল রাখার দাবি জানিয়েছে। দলের নেতারা সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবির পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, "আমাদের আন্দোলন চলমান থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন ও নির্বাচনে ন্যায্য প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবির বাস্তবায়নের জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাব।"
মাওলানা মামুনুল হক আরও বলেন, ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় পল্টন মোড়ে আট দল মিছিল নিয়ে জমায়েত হবে। সেখান থেকে গণমিছিলের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরও বৃহৎ সমাবেশের ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ডা. আহমদ আব্দুল কাদের এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। প্রধান উপদেষ্টা যেন কোনো পক্ষপাতিত্ব না করে ন্যায়পরায়ণ রেফারির ভূমিকা পালন করেন।" তিনি উল্লেখ করেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে গণভোট আয়োজনের কোন অর্থ থাকবে না।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক। সবাই মিলে বসে সমস্যাগুলো সমাধানের আহ্বান জানাচ্ছি।"
এই কর্মসূচির মাধ্যমে আট দল প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক আন্দোলন ও নাগরিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় অবস্থানে রয়েছে।