- ১১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া হলিউডের আলোচিত ছবি ‘হোম অ্যালোন’ আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্র কেভিন একটি বুদ্ধিমান ও দুষ্টু শিশুর ভূমিকায় অভিনয় করা অভিনেতা ম্যাকোলি কালকিনকে এখনো অনেকে স্মরণ করেন সেই ছোট্ট ছেলেটি হিসেবেই। সম্প্রতি ছবিটি মুক্তির ৩৫ বছর পূর্তিতে নিজের জীবন ও শৈশবের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।
কেভিন চরিত্রে অভিনয়ের সময় ম্যাকোলি কালকিনের বয়স ছিল মাত্র আট বছর। সেই শিশুশিল্পী এখন ৪৫ বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি জীবনের অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন। অল্প বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছালেও পরবর্তী সময়ে ব্যক্তিগত জীবনের নানা জটিলতা, মাদকাসক্তি এবং পারিবারিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন তিনি আলোচনার বাইরে ছিলেন।
সম্প্রতি একটি ইউটিউব অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকোলি জানান, ছোটবেলায় তিনি বুঝতেন তাঁর জীবন অন্য শিশুদের থেকে আলাদা, তবে সেটি যে কতটা ব্যতিক্রমী ছিল, তা উপলব্ধি করেছেন অনেক পরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের আবেগ ও অভিজ্ঞতাগুলো ব্যাখ্যা করার ভাষা তিনি খুঁজে পেয়েছেন বলেও জানান এই অভিনেতা।
শিশুকালে অস্বাভাবিক সাফল্যের প্রভাব তাঁর পরিবারেও পড়ে। খ্যাতির চূড়ায় থাকার সময়ই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে এবং বাবার সঙ্গে সম্পর্ক প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাকোলি বলেন, নিজের সন্তান হওয়ার পর শৈশবের সেই স্মৃতিগুলো তাঁকে আরও গভীরভাবে নাড়া দেয় এবং তিনি ঠিক করেছেন, নিজের সন্তানদের সঙ্গে কখনোই এমন আচরণ করবেন না।
বর্তমানে ম্যাকোলি কালকিন অভিনেত্রী ব্রেন্ডা সংয়ের সঙ্গে সংসার করছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। পরিবারকেই এখন জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন তিনি।
অভিনয় জীবনেও এসেছে বিরতি ও প্রত্যাবর্তন। ‘হোম অ্যালোন’, ‘মাই গার্ল’, ‘রিচি রিচ’-এর মতো ছবিতে সাফল্যের পর কিশোর বয়সেই অভিনয় থেকে দূরে সরে যান ম্যাকোলি। প্রায় এক দশক পর আবার অভিনয়ে ফেরেন ভিন্নধর্মী চরিত্রে। সাম্প্রতিক সময়ে তিনি ‘হোম অ্যালোন’ ছবিকে কেন্দ্র করে বিভিন্ন শহরে দর্শকদের সঙ্গে সরাসরি আড্ডা ও স্মৃতিচারণায় অংশ নিচ্ছেন।
নিজের জীবন নিয়ে কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে ম্যাকোলি কালকিনের উত্তর স্পষ্ট, তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট। তাঁর ভাষায়, তিনি আলাদা এবং সেই আলাদা হওয়াটাই তাঁর কাছে সবচেয়ে ভালো লাগে।