Tuesday, October 14, 2025

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ এবং নরসিংদীতে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


হবিগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়,১৫ই জুন  রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন ওই তরুণী। নির্জন স্থানে যাত্রী নামিয়ে দিয়ে বাসের চালক ও সহকারী মিলে তাঁকে ধর্ষণ করে।

পরবর্তীতে রাতেই মেয়েটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই মেয়েটির পরিবার শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি বলেন, “মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত ও মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও একটি ঘটনা নরসিংদীর এক গ্রামীণ এলাকায় দুই কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।১২ই জুন  বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, একদল যুবক কৌশলে ওই দুই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তরা এলাকারই চিহ্নিত বখাটে। ঘটনা জানাজানির পর থেকেই তারা পলাতক রয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আমরা এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।



ছবিঃইন্টারনেট হতে  সংগৃহীত(১৬ই জুন ২০২৫)


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন