Monday, January 19, 2026

হাজারীবাগে ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার


ছবিঃ এনসিপি নেত্রী জান্নাতারা ‍রুমী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকার হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার এলাকার একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. জাকির হোসেন এবং মা নুরজাহান বেগম। রাজধানীতে অবস্থানকালে তিনি পড়াশোনার পাশাপাশি এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও হত্যার কোনো আলামত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ছাত্রীবাসের সহবাসী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন