Friday, December 5, 2025

গভর্নরস অ্যাওয়ার্ডসে লরেন্সের কানে ৫ লাখ ডলারের হীরা, উঠছে সথেবির নিলামে


ছবিঃ জেনিফার লরেন্স ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে, হলিউডের ক্যালিফোর্নিয়ায়, শিগগিরই নিলামে উঠবে এমন এক জোড়া কানের দুল পরেছিলেন। (সংগৃহীত । সিএনএন । ফ্রেজার হ্যারিসন/ওয়্যারইমেজ/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউড তারকা জেনিফার লরেন্স এবার শুধু লাল গালিচার সৌন্দর্য বাড়াননি, বরং হয়ে উঠেছেন আন্তর্জাতিক নিলামঘরগুলোর মূল্যবান গয়নার চলমান বিজ্ঞাপনও। লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডসে তাঁর সাম্প্রতিক উপস্থিতি ছিল এর বড় উদাহরণ।

ডিওরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত লরেন্স অনুষ্ঠানটিতে পরেছিলেন অফ-শোল্ডার স্টাইলে নকশা করা জনাথন অ্যান্ডারসনের ডিজাইন করা সাদা সিল্কের গাউন। তবে নজর কেড়েছে তাঁর কানে দুলতে থাকা ১৯৮৭ সালের বিরল হীরার কানের দুল, যার মূল্যধারণা ৩ লাখ থেকে ৫ লাখ ডলার। মার্কিন জুয়েলার জোয়েল আর্থার রোজেনথালের নকশা করা এই দুলটি আগামী মাসে নিউইয়র্কে সথেবির নিলামে তোলা হবে।

এটি ছিল না প্রথমবার মাসের শুরুতেই লরেন্স নিলামের আরেকটি গয়না পরে নিউইয়র্কে তাঁর নতুন ছবি ডাই মাই লাভ–এর প্রিমিয়ারে হাজির হন। সোনার ওপর ইমেল করা সেই ডেভিড ওয়েব নেকলেসটির মূল্য ২৫ হাজার থেকে ৩৫ হাজার ডলার। সেটিও উঠবে সথেবির আগামী নিলামে।

সথেবি এর আগেও রিহানা ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসসহ অনেক তারকাকে মূল্যবান গয়না ধার দিয়েছে, যা পরে নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে উচ্চমূল্যের শিল্পকর্ম বিক্রি কমে যাওয়ায় সথেবি এখন নতুন কৌশলে দর্শক ও ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করছে। তারকাদের মাধ্যমে নিলামের গয়না প্রচার করা সেই কৌশলের অংশ।

গবেষণা প্রতিষ্ঠান আর্টট্যাকটিকের তথ্য অনুযায়ী, মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে গত তিন বছর ধরে উচ্চমূল্যের শিল্পবাজারে বিক্রি কমছে। তাই সথেবির মতো ঐতিহাসিক নিলামঘরগুলো সেলিব্রেটিদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন পথ খুঁজছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন