Tuesday, October 14, 2025

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা ও সহিংসতা, সেনাবাহিনী মোতায়েন


গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা। ছবি :সংগৃহীত

PNN প্রতিবেদক | গোপালগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা, সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদরে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে, যেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

দুপুর পৌনে ১টার দিকে খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ককটেল ও ইটপাটকেল ছোড়ার ফলে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। পি এন এন এর নিজস্ব প্রতিবেদক জানান, ঘটনাটি অতর্কিত ছিল না; বরং পুলিশের উপস্থিতিতেই হামলাটি ঘটে। এতে এনসিপির নেতাকর্মীরা ও পুলিশ সদস্যরা ধাওয়া খেয়ে সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য হন।

তবে পরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও এপিবিএনের সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এনসিপির নেতাকর্মীরা আনুমানিক দুপুর দুইটায় পুনরায় সমাবেশে ফিরে আসেন।

এর আগে সকালে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। একই দিনে গোপালগঞ্জ সদরের উলপুরেও পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যাতে তিন পুলিশ সদস্য আহত হন।

এই সহিংসতার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গোপালগঞ্জ সদর, টেকেরহাট সড়ক, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, "জুলাই মাসজুড়ে এনসিপির পদযাত্রা কেন্দ্র করে কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাড়াও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা হয়েছে।"

উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি সারাদেশব্যাপী পথসভা ও মিছিলের আয়োজন করছে। বুধবারের কর্মসূচি ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। তবে এর বিপরীতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বাধার মুখে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার পর সারাদেশে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন