Tuesday, October 14, 2025

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিক: প্রেস সচিব শফিকুল আলম


ছবিঃ সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম ( সংগৃহীত । আমার বার্তা )

শফিকুল আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাংবাদিকতা অতীতে অনেকটাই সরকার-নিয়ন্ত্রিত ছিল। এই পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে সরকার এখন গণমাধ্যমের জন্য একটি মুক্ত পরিবেশ তৈরি করতে চাইছে। 

তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি বাতিল হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে যে নতুন আইন এসেছে, তা সংবাদপত্রের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। শফিকুল আলম জোর দিয়ে বলেন, ভুল তথ্যের ক্ষেত্রে প্রতিকারের বিকল্প ব্যবস্থা থাকবে এবং সরকার হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। এটি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তবে, শফিকুল আলম গণমাধ্যমের দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, "প্রেস ফ্রিডম মানে মিথ্যা তথ্য ছড়ানোর নিশ্চয়তা নয়।" তার মতে, যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে, তাদের কোনো ধরনের প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন