- ১৪ অক্টোবর, ২০২৫
গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং অংশীদার দলগুলোর মধ্যে উদ্ভূত বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি বলছে, একে অপরকে হেয় করে মন্তব্য করা গণতান্ত্রিক আন্দোলনের জন্য ক্ষতিকর এবং শহীদদের আত্মত্যাগকে অপমানিত করে।
শুক্রবার রাজধানীতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ উপলক্ষে কফিন প্রতীকী রোডমার্চে অংশ নিয়ে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বিজয় নগরের বিজয়-৭১ চত্বর থেকে শুরু হওয়া রোডমার্চটি যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা হয়ে মিরপুর ১০ নম্বরে গিয়ে শেষ হয়।
পথসভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “যেখানে ঐক্য প্রয়োজন ছিল, সেখানে এখন চলছে অবমাননাকর বাক্যবিনিময়। বিএনপি ও ইসলামী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ অংশীদাররা একে অপরকে ‘চর’, ‘চাঁদাবাজ’ ইত্যাদি বলে হেয় করছে, যা শহীদের রক্তের অপমান।” তিনি এসব মন্তব্য বন্ধ করে ঐক্যের পথে ফিরে আসার আহ্বান জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ আবারও প্রমাণ করেছে—তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দমননীতি প্রতিরোধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।”
রোডমার্চে আরও উপস্থিত ছিলেন দলের শ্রমবিষয়ক সম্পাদক শাহ আবদুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, উত্তরের সদস্যসচিব সেলিম খান, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার ও ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান।