- ১৩ অক্টোবর, ২০২৫
আকরাম হোসেন আরমান, স্টাফ রিপোর্টার | PNN: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে এক সাহসী সাংবাদিককে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।
নিহত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক "প্রতিদিনের কাগজ" পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুহিন ঘটনার দিন বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন। পরে সন্ধ্যায় একটি ভিডিও পোস্টে লিখেন — “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর কিছুক্ষণের মধ্যেই তার ওপর এ নির্মম হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মার্কেটের সামনে চা পান করছিলেন তুহিন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সংশোধনী: প্রাথমিকভাবে স্থানীয় সূত্র দাবি করেছিল যে, নিহত সাংবাদিক কিছুক্ষণ আগে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিরুদ্ধে একটি লাইভ করেছিলেন। তবে, নিহত সাংবাদিক আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো সাম্প্রতিক লাইভের প্রমাণ পাওয়া যায়নি। ফলে, এই বিষয়ে স্থানীয়ভাবে ছড়ানো কিছু তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে—পেশাগত দ্বন্দ্ব, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্য। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করছে। এই নির্মম ঘটনাটি দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে।